জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয়
ডা: আসিফ ইকবাল , ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিষ্ট বসন্ত এসে গেছে। সক্রিয় হয়ে উঠেছে নানান রোগ জীবাণু। কিন্তু জানেন কি জ্বর আসলে কোনও অসুখ নয়, উপসর্গ মাত্র। বাইরের কোনও রোগ জীবাণু বা শরীরের অভ্যন্তরের যে কোনও বিজাতীয় ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে লড়াই শুরু করে। বিভিন্ন সংক্রমণের পাশাপাশি অনেক সময় জটিল রোগের প্রাথমিক...