সিনিয়র সিটিজেনদের সুস্থ রাখতে টিকা দেওয়া জরুরি
ডা: আসিফ ইকবাল, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ পোলিওর জীবাণুদের পৃথিবী থেকে চিরতরে বিদায় করা গেছে। মুছে গেছে বসন্তের জীবানুরাও। টিকা(Vaccination) দিয়েই এইসব মারাত্মক জীবাণুদের সংক্রমণ থেকে বিশ্বের কোটি কোটি শিশুদের রক্ষা করা গেছে। একটা সময় ছিল যখন বাচ্চাদের হুপিং কাশি ও ডিপথেরিয়া নামক অসুখ নিয়ে বাড়ির মানুষজন তো বটেই...