মাঝপথে ওষুধ বন্ধ করে দিলে টিবি বিপজ্জনক হয়ে ওঠে
ডা: আসিফ ইকবাল, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিষ্ট, সদ্যোজাতের টিবির টিকা দেওয়া বাধ্যতামূলক। তাও টিবি বা যক্ষার প্রকোপ কমছে না। বরং ওষুধে কাজ হচ্ছে না, রোগ বাড়ছে আপন গতিতে। এসব সমস্যা নিজেদেরই ডেকে আনা। টিবির ওষুধ খাবার পর অনেকেই আপাত ভাবে সুস্থ হয়ে গেলে মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। আবার অন্যদিকে টিবি...